Cvoice24.com

টানা ২৯ দিন পর করোনায় একজনের মৃত্যু

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫, ২১ মে ২০২২
টানা ২৯ দিন পর করোনায় একজনের মৃত্যু

অবশেষে টানা ২৯ দিন পর দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৮ জনেই রয়েছে।

এসময় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনে। পরীক্ষার বিপরীতে যা শনাক্তের হার হিসেবে শূন্য দশমিক ৪১ শতাংশ। 

শনিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন সুস্থ হয়েছেন ১৭২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৭৪৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯২০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯২৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৭৮  হাজার ৯৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৩১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

মৃত্যুবরণকারী একজন পুরুষ। তার বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়