Cvoice24.com

পরিবারসহ করোনায় আক্রান্ত চট্টগ্রামের সিভিল সার্জন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬, ২৪ জুন ২০২২
পরিবারসহ করোনায় আক্রান্ত চট্টগ্রামের সিভিল সার্জন

পরিবারের তিন সদস্যসহ চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে তাদের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া সিভয়েসকে বলেন, ‘কয়েকদিন ধরে স্যার অসুস্থ ছিলেন। গতকালের নমুনা পরীক্ষায় স্যারসহ পরিবারের চার জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সকলে আআইসোলেটেড আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।'

এদিকে, সিভিল সার্জনের পরিবারের তিন সদস্যের মধ্যে আছেন সিভিল সার্জনের স্ত্রী তাবাসসুম সুলতানা ও তার ছেলে এবং গৃহকর্মী।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়