Cvoice24.com

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ৫.০৬

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৩, ১১ আগস্ট ২০২২
চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ৫.০৬

গত ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৫ দশমিক শূণ্য ৬ শতাংশ। আগের দিন এটা ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। এসময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদনে এসব জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের ১১টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সবাই নগরের।   

এই নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৪৮ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৭৭২ জন এবং বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ৮৭৬ জন। 

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৭ জনের। এদের মধ্যে নগরের ৭৩৭ জন এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে বিশ্বে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে ২০২০ সালের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হয়। আর চট্টগ্রামে প্রথম কোন রোগীর শরীরে জীবাণু ধরা পড়ে একই বছরের ৩ এপ্রিল এবং ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃতু হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়