Cvoice24.com

চট্টগ্রামে ফের ৩ জনের করোনা শনাক্ত 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৯, ১৯ আগস্ট ২০২২
চট্টগ্রামে ফের ৩ জনের করোনা শনাক্ত 

চট্টগ্রামে একদিন পর আবার ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূণ্য। তবে এসময়ে মৃত্যুও হয়নি কারও। এই নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৭১ জনে এবং মৃত্যু বেড়ে পৌঁছেছে ১ হাজার ৩৬৭ জনে। 

শুক্রবার (১৯ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া করোনা মহামারির দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের ৮টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ শরীরে করোনাভাইরাসের জীবাণু ধরা পড়ে। শনাক্ত ৩জনই নগরের বাসিন্দা। 

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৭১ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৮০৭ জন এবং বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ৮৮৪ জন। 

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৭ জনের। এদের মধ্যে নগরের ৭৩৭ জন এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রথম কোন রোগীর শরীরে জীবাণু ধরা পড়ে একই বছরের ৩ এপ্রিল এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ওই বছরের ৯ এপ্রিল।

সিভয়েস/পিবি

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়