Cvoice24.com

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত বেড়ে ৬০১

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২২
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত বেড়ে ৬০১

করোনায় দিন দিন বেড়েই চলেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ৬০১ জন। এর আগে গতকাল শনাক্ত হয়েছিল ৫২৭ জন।

এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ৫৮৩ জনে। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৪০ জন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯৬টি নমুনা সংগ্রহ করে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১৭৯টি। নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১১ দশমিক ৬০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন।
 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়