Cvoice24.com

দুই মাস পর করোনায় সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৭০০ ছাড়িয়েছে

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২২
দুই মাস পর করোনায় সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৭০০ ছাড়িয়েছে

ছবি-সংগৃহীত।

করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এদিকে ২ মাস পর একদিনে করোনায় সর্বোচ্চ  ৬ জন মারা গেছেন। এর আগে গত ২১ জুলাই একদিনে ৬ জনের মৃত্যু হয়েছিল।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৫৯ জন এবং ৭১৮ জনসহ দেশে মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৬২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ২৮৮টি। এ পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৫৮ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ০৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৬ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়