Cvoice24.com

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু চট্টগ্রামে, আক্রান্ত ১৯

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২২
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু চট্টগ্রামে, আক্রান্ত ১৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মিজানুর রহমান (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মৃত্যু হয়েছে ৫ জনের। এদিকে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১৯ জন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

মিজানুর রহমান চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা। 

সিভিল সার্জন কার্যাললের তথ্যানুসারে, চলতি বছর চট্টগ্রামে মোট ৫৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ১২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ জন। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন।

এর আগে, গত ২১ ও ২২ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন ৭০ বছর বয়সী, অন্যজন ৪০ বছর বয়সী ও আরেকজন ৫০ বছর বয়সী নারী। এর মধ্যে ২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গত ২৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মিফতাহুল জান্নাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়