Cvoice24.com

ডেঙ্গুতে কিশোরের মৃত্যুর দুদিন পর তথ্য জানাল চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ৫ নভেম্বর ২০২২
ডেঙ্গুতে কিশোরের মৃত্যুর দুদিন পর তথ্য জানাল চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ

গত ২২ অক্টোবর ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৩ বছর বয়সী তৌহিদ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর বৃহস্পতিবার মৃত্যু হয়েছে তার। তবে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে আজ শনিবার। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামের মারা গেছেন ১৭ জন। 

তৌহিদ (১৩) নগরের বন্দর এলাকার বাসিন্দা। 

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত ওই রোগী গত ৩ নভেম্বর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে তার মৃত্যুর তথ্য আমরা আজ জানতে পেরেছি।’

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১০০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছর শনিবার পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ১৩ জন।

আগস্টের শেষ সপ্তাহ থেকে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। সেপ্টেম্বরে তা আরও বেড়ে যায়। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০ জন করে নতুন রোগী শনাক্ত হয়। চলতি মাসে তা আরও তিনগুণ হারে বাড়তে শুরু করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়