Cvoice24.com

ডেঙ্গু/ মশারি টানিয়ে শোয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ৭ নভেম্বর ২০২২
ডেঙ্গু/ মশারি টানিয়ে শোয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামসহ দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সর্তক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেঙ্গুর বাহক এডিস মশা থেকে বাঁচতে মশারি টানিয়ে শোয়ার জন্যও আহ্বান এসেছে সরকার প্রধান থেকে। 

গণভবন প্রান্ত থেকে সোমবার সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নিজস্ব অর্থায়নে দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১০০টি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে যেখানে ডেঙ্গুর প্রভাব যাচ্ছে। নিশ্চয়ই নিজেদের সতর্ক থাকতে হবে। মশারি টানিয়ে শোয়ার ব্যবস্থা করা, কোথাও যেন পানি জমে না থাকে, মশার প্রজনন কেন্দ্রগুলো ধ্বংস করে দেয়া, নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদের করতে হবে। সরকারের পক্ষ থেকে যা করার, সেটা আমরা করব। আমরা আছি আপনাদের পাশে। সারা বাংলাদেশের উন্নয়ন আমাদের লক্ষ্য।’

এদিকে চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ২৬০ জন নগরের এবং ৮০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৩৮ জন, নারী ৭৮৬ জন ও শিশু ৭৪১ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়