Cvoice24.com

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৩, ১১ নভেম্বর ২০২২
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) চট্টগ্রাম মা ও মিশু হাসপাতালে তার মৃত্যু হয়। চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে নারী, পুরুষ ও শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। মৃত কাঞ্চন কুমার দে (৩৪) মিরসরাইয়ের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘গতকাল মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গত ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০ জন রোগী। এছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৮ জন। চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৪০৭ জন।

সিভয়েস/এসআর

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়