Cvoice24.com

ভুয়া রিপোর্ট দেয় ওয়াসার হেলথ চেকআপ, ডায়াবেটিক হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ 

প্রকাশিত: ১৬:৫৯, ৮ ডিসেম্বর ২০২২
ভুয়া রিপোর্ট দেয় ওয়াসার হেলথ চেকআপ, ডায়াবেটিক হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ 

নগরের ওয়াসা মোড়ের হেলথ চেকআপ ডায়াগনস্টিককে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভুয়া রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ইনজেকশন বিক্রি করায় খুলশীর ডায়েবেটিক জেনারেল হাসপাতালের ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ এ জরিমানা করেন। 

তিনি সিভয়েসকে বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভূয়া রির্পোট প্রদান করায় ওয়াসা এলাকার হেলথ চেকআপ ডায়াগনস্টিকক ৫০ হাজার টাকা জরিমানা করেছি। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন এবং অননুমোদিত বিদেশি ইনজেকশন বিক্রির জন্য দোকানে রাখায় নগরের খুলশী এলাকার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করেছি।

সর্বশেষ

পাঠকপ্রিয়