Cvoice24.com

চট্টগ্রামে ডেঙ্গুর মৃত্যুতে হাফ সেঞ্চুরি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ২৩ আগস্ট ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুর মৃত্যুতে হাফ সেঞ্চুরি

প্রতীকী ছবি।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। দুইজনেই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। এ নিয়ে সরকারি তথ্যে চলতি বছর চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। অর্থাৎ চলতি বছরের আট মাসেই ডেঙ্গুতে অর্ধশত মৃত্যু দেখলো চট্টগ্রাম। 

বুধবার (২৩ আগস্ট) সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুইজনের একজন জুলেখা আক্তার (২৮)। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ নারী রবিবার (২০ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে মারা যান তিনি। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘এক্সপান্ডেন্ট ডেঙ্গু সিন্ড্রোম’। একইদিন রাতে হিরা মিয়া (১৮) নামে আরও এক তরুণ মারা গেছেন। তিনিও সীতাকুণ্ডের বাসিন্দা। মঙ্গলবার (২২ আগস্ট) তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। তার মৃত্যুর কারণ হিসেবেও ‘এক্সপান্ডেন্ট ডেঙ্গু সিন্ড্রোম’ উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ৮ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে এবং ৬ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ২৯ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর চট্টগ্রামে মোট ৪ হাজার ৯৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৬৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৪ হাজার ৬৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তারমধ্যে চলতি আগস্ট মাসে শনাক্ত হয়েছে ২ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী। এর আগে জুলাইয়ে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন এবং জুনে ২৮৩ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর মারা যাওয়া ৫০ জনের মধ্যে শিশু-কিশোর-তরুণ মিলিয়ে ১৯ জন, ১২ জন পুরুষ এবং ১৯ জন নারী আছেন। এর মধ্যে জানুয়ারিতে ৩ জন, জুনে ৬ জন, জুলাইয়ে ১৬ জন এবং আগস্টে ২২ দিনে ২৫ জন মারা গেছেন। ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে ৫ জন মারা গিয়েছিল।

-সিভয়েস/এসআর

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়