Cvoice24.com

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ১৩ সেপ্টেম্বর ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

প্রতীকী ছবি।

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ৬৩ জনের মৃত্যু হলো। তার মধ্যে নারীর সংখ্যাই ২৪। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮ জন। এ নিয়ে চলতি মাসে ১ হাজার ৫৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সিভিল সার্জনের তথ্যানুযায়ী, ডেঙ্গুতে মৃত্যু হওয়া ২৮ বছর বয়সী ওই নারীর নাম জান্নাতুল ফেরদৌস। তিনি কর্ণফুলী উপজেলার বাসিন্দা। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে মারা যান তিনি। মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয়েছে— ‘এক্সপান্ডেন্ড শক সিনড্রোম’।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১০ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩৪ জন চমেক হাসপাতালে, ১৫ জন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ হাসপাতালে, ৮ জন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে, ২ জন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে এবং ৬ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ৫৩ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, চলতি বছর চট্টগ্রামে মোট ৭ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৭৯ জন পুরুষ, ২ হাজার ৭১ জন নারী ও ১ হাজার ৯০১ জন শিশু-কিশোর। চলতি সেপ্টেম্বরের গত ১১ দিনে এক হাজার ৫৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে’তে ৫৩ জন, জুনে ২৮৩ জন এবং জুলাইয়ে দুই হাজার ৩১১ জন এবং আগস্টে সর্বোচ্চ সংখ্যক তিন হাজার ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগে ২০২০ সালে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে পাঁচ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। 

অন্যদিকে, চলতি বছরের এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়াদের মধ্যে উল্লেখযোগ্যই নারী ও শিশু। সে তুলনায় পুরুষ মৃত্যুর হার কম। তবে এবছরের ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা গত পাঁচ বছরকেও ছাড়িয়ে গেছে। এর আগে চট্টগ্রামে ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচ জন মারা যান। যদিও ২০২০ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: