জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা নিল ঢাকার কিশোরীরা, পরের ধাপে মিলবে চট্টগ্রামে
সিভয়েস ডেস্ক
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ঢাকায় সরকারিভাবে এইচপিভি টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার (২ অক্টোবর) ১১ শিশুকে পরীক্ষামূলকভাবে টিকাদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ টিকা নেওয়া ১১ শিক্ষার্থীর মধ্যে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলের সাতজন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন, ডিপিএস স্কুলের ২ জন এবং নারায়ণগঞ্জ সরকারি স্কুলের একজন।
ইপিআইয়ের কর্মসূচি ব্যবস্থাপক এস এম আবদুল্লাহ আল মুরাদ বলেন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী একটি নীতিমালা করা হয়েছে। মোট টিকা পাওয়ার যোগ্য ৯৫ ভাগকে দেওয়ার টার্গেট রয়েছে। তিন ধাপে এই টিকা দেওয়া হবে। প্রথম ধাপে ঢাকা বিভাগের সব স্কুলে দেওয়া হবে এই টিকা। পরবর্তীতে চট্টগ্রাম ও বরিশালে চলবে এই টিকাদান এবং এর পরের ধাপে সারাদেশে দেওয়া হবে। এখনই মূল টিকাদান কর্মসূচি শুরু না হলেও অক্টোবর মাসের ১৫ তারিখে শুরু হবে মূল কার্যক্রম।