Cvoice24.com

ডেঙ্গু কেড়ে নিল ৪ বছরের শিশুর প্রাণ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ৪ অক্টোবর ২০২৩
ডেঙ্গু কেড়ে নিল ৪ বছরের শিশুর প্রাণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে এ রোগে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৬ জন। তাদের মধ্যে ৯২ জন সরকারি হাসপাতালে এবং ৫৪ জন বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া ওই শিশুর নাম নূর হাসিনা। কক্সবাজারের উখিয়ার বাসিন্দা ৪ বছরের ওই শিশুটি গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। আজ ৪ অক্টোবর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। প্রতিবেদনে শিশুটির মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে ‘এক্সপান্ডেট ডেঙ্গু সিনড্রম’।

এদিকে, আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৫ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালে ১১ জন, সিএমএইচ হাসপাতালে ৯ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন ভর্তি হয়েছেন।

অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত ৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন ২১ জন এবং চলতি মাসের প্রথম চার দিনে মারা গেছে দুই জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়