Cvoice24.com

প্রবর্তকের সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধের নির্দেশ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬, ৪ জুলাই ২০২৪
প্রবর্তকের সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধের নির্দেশ

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের সেন্ট্রাল সিটি হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। বুধবার (৩ জুলাই) মন্ত্রণালয়ের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ জুলাইয়ের মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করতে বৃহস্পতিবার (৪ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন। যদিও কোন অভিযোগের ভিত্তিতে হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ রাখারা নির্দেশনা দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। 

বন্ধের নির্দেশনা দিয়ে সিভিল সার্জন কার্যালয়ের ওই চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক হাসপাতালের যাবতীয় কার্যক্রম আগামী ৮ জুলাইয়ের মধ্যে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। এছাড়াও নির্ধারিত তারিখের মধ্যে হাসপাতালের ভর্তি রোগীদের বিনা ব্যর্থতায় যথোপযুক্ত চিকিৎসালেন্দ্রে পাঠানোরও নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে। 

এর আগে অনিয়মের অভিযোগে চলতি বছরের ৪ মার্চ প্রবর্তক মো‌ড় এলাকায় অব‌স্থিত এই সেন্ট্রাল সি‌টি হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ করে দেয় সিভিল সার্জন কর্তৃপক্ষ। সেসময় হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার-নার্স ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এমনকি প্রতিষ্ঠানটির ল্যাবেও অযোগ্য লোক কাজ করারও প্রমাণ পায় সিভিল সার্জন অফিস। নিয়ম অনুযায়ী যে সংখ্যক ডাক্তার থাকার কথা সে সংখ্যক ডাক্তারের উপস্থিতি না পাওয়ায় হাসপাতালটি বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছিল। 

এ বিষয়ে জানতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সঙ্গে কয়েকদফা যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: