কর্মবিরতি স্থগিত করলেন চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা
সিভয়েস২৪ প্রতিবেদক
আগামী এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত ঘোষণা করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল পরিচালকের পক্ষ থেকে স্ট্রাইক টিম গঠনসহ নানা ব্যবস্থা নেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে সব ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের অ্যাডহক কমিটির আহ্বায়ক ডা. আসমাউল হুসনা রিমা। তিনি বলেন, ‘চমেকের সকল ইন্টার্ন চিকিৎসক আগামীকাল সকাল ৮টা থেকে হাসপাতালে যোগ দিবেন। কিন্তু ৭ দিনের মধ্য চিকিৎসক সুরক্ষা আইন নিয়ে ইতিবাচক কোন ঘোষণা না আসলে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে আবারও কর্মসূচি দেওয়া হবে।’
এর আগে ৩০ আগস্ট চমেকের ১৬ নম্বর ওয়ার্ডে দুইজন বিদেশি ইন্টার্ন চিকিৎসকের সাথে অসৌজন্য আচরণ ও ৩১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে রবিবার ১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে চিকিৎসকরা। এদিন দুপুর ২টা থেকে সারাদেশের সকল চিকিৎসাকেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে চমেকের ইন্টার্ন চিকিৎসকসহ জরুরি বিভাগের চিকিৎসকরা এক ঘন্টার মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। পরবর্তীতে জরুরি বিভাগে আসা রোগীদের অসহায়ত্ব সইতে না পেরে বিকেল ৪টা থেকে ফের চিকিৎসা সেবা শুরু করেন দায়িত্বরত চিকিৎসকরা।
এদিকে, চমেকের জরুরি বিভাগের সেবা চালু হলেও ওয়ার্ডে নিরাপত্তা না থাকায় এবং বাইরের স্বেচ্ছাসেবীদের চিকিৎসকদের কার্যক্রমে বাধা দেওয়ায় নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। তাঁদের দাবি পূরণ না হওয়ায় সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকে।