Cvoice24.com

ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ৬৬ রোগী হাসপাতালে

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ৬৬ রোগী হাসপাতালে

চট্টগ্রামের বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। একইসঙ্গে বাড়ছে মৃত্যুও। ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিয়েছে এক নারীর প্রাণ, নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। এর মধ্যে চলতি মাসেই মারা গেছেন ১১ জন। যার মধ্যে ১০ জনই নারী। 

মৃত ওই নারীর নাম রিফা আক্তার (৩০)। তিনি চট্টগ্রামের বান্দরবান জেলার বাসিন্দা। গতকাল ২৯ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— ‘ডেঙ্গু শক সিনড্রোম’।

সোমবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৩ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ১৬ জন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ১২ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে, সম্মিলিত বেসামরিক হাসপাতালে ৩ জন ও ৮ জন নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, চলতি বছরে চট্টগ্রামে মোট ১ হাজার ৫০৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯০১ জন মহানগরে এবং ৬০৪ জন উপজেলায়। আর চলতি সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছে মোট ৯০৭ জন। এছাড়া জানুয়ারিতে ৬৯ জন, ফেব্রুয়ারিতে ২৫ জন, মার্চে ২৮ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ১৭ জন, জুনে ৪১ জন এবং জুলাইয়ে ১৯৮ জন ও আগস্টে ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। 

অন্যদিকে, চলতি বছরে মারা গেছে মোট ১৬ জন। এদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী এবং ২ শিশু। এর আগে, চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: