Cvoice24.com

এ বছর ডেঙ্গু প্রাণ নিলো ১৪ নারীর

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ৩ নভেম্বর ২০২৪
এ বছর ডেঙ্গু প্রাণ নিলো ১৪ নারীর

চলতি মাসের শুরুতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। এর মধ্যে ১৪ জনই নারী। যেখানে গেলো মাসেই (অক্টোবর) মারা গেছেন ৯ জন। 

রবিবার (৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। চলতি মাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া ওই নারীর নাম নুর নাহার (৩৫)। তিনি নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। গত ১ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল ২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। এ নিয়ে চলতি নভেম্বর মাসের প্রথম তিনদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: