চট্টগ্রামে ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু
সিভয়েস২৪ প্রতিবেদক
একদিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো দুজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে এ প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে মারা যাওয়া একজন সাতকানিয়া ও অন্যজন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তারা হলেন সাতকানিয়ার মৃদুল কান্তি দাশ (৫৫) ও ফটিকছড়ির সালমা খাতুন (৪০)।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ জনে। তারমধ্যে চলতি নভেম্বরের প্রথম চারদিনেই প্রাণ গেল তিনজনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জন নতুন ডেঙ্গু আক্রান্তের খবর জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বর মাসের গত তিনদিনে মোট আক্রান্তের সংখ্যা ১৬৩ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এছাড়া চট্টগ্রামে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান। এছাড়া চলতি বছরের এ পর্যন্ত মারা যাওয়া ২৮ জনের মধ্যে নারী ১৫ জন, পুরুষ ১০ জন এবং শিশু ৩ জন।