চট্টগ্রামে ৮ দিনে আক্রান্ত ৩৬৯
ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন রোগী ৩৯
নিউজ ডেস্ক, সিভয়েস২৪
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাসবী আচার্য্য (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। গত ৭ নভেম্বর নগরের পাঁচলাইশের বেসরকারি একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ নভেম্বর) বিকেলে দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়।
মৃত বাসবী আচার্য্য (৪৫) চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা। প্রতিবেদনে কার্ডিওজনিক শক সিনড্রোম ও ডেঙ্গু শক সিনড্রোম— মৃত্যুর কারণ বলা হয়েছে।
এছাড়া আগের ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত আট দিনে মোট আক্রান্তের সংখ্যা ৩৬৯ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।