Cvoice24.com

মা ও শিশু হাসপাতালে প্রশাসক নিয়োগের দাবি

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৩, ১৭ নভেম্বর ২০২৪
মা ও শিশু হাসপাতালে প্রশাসক নিয়োগের দাবি

নগরের আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবি উঠেছে। 

‘রবিবার (১৭ নভেম্বর) নগরের কাজির দেউড়ির একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে ‘চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল রক্ষা পরিষদের ব্যানারে এ দাবি জানানো হয়েছে। এতে বর্তমান কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দলীয় করণের অভিযোগ তুলেন তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়কক মো. ফজলুর রহমান মজুমদার স্বপন।

লিখিত বক্তব্যে বলা হয়, হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা এল কে সিদ্দিকী, প্রফেসর ডা এ এফ এম ইউছুফ, ক্যাপ্টেন এম এন ছফা, প্রফেসর ডা. নূরনবী চৌধুরীদের অবদানকে অস্বীকার করে বিগত ১৭ বছর দলীয় কার্যালয়ে পরিণত করেছিল সুবিধাবাদি চক্র। হাসপাতালের জায়গা বরাদ্দ এবং মেডিকেল কলেজ অনুমোদন দেওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ন্যূনতম স্মৃতিটুকু হাসপাতালের কোথাও রাখা হয়নি। অনুমোদনসহ হাসপাতাল প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মকাণ্ডে মূল ভূমিকা পালন করা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীরও কোনো নামগন্ধ রাখেনি আওয়ামী দালালরা।

নিয়োগে স্বজনপ্রীতি, দলীয়করণের, আর্থিক অনিয়মের নানা অভিযোগ তুলে গঠনতন্ত্রের নানা কালো আইন বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: