চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক মৃত্যু
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবু আহমেদ (৫৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছে ৩০ জন।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
মৃত আবু আহমেদ (৫৮) বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা। গতকাল ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৩০ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত ১৬ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৬৭৪ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৬০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া, চট্টগ্রামে চলতি বছরে ৩৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এর মধ্যে নারী ১৯ জন, পুরুষ ১৪ জন এবং শিশু চার জন।