‘হাজারের বেশি হৃদরোগীর জীবন পরিবর্তনে এভারকেয়ার গর্বিত’
সিভয়েস২৪ ডেস্ক
এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম ১১০০ জনের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি/ স্টেন্টিং (পিটিসিএ) চিকিৎসা সফলভাবে সম্পন্ন করেছে। এ উপলক্ষে বুধবার সকালে হাসপাতাল মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শেখ মোহাম্মদ হাছান মামুন; সিনিয়র কনসালটেন্ট ডা. জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ; সিনিয়র কনসালটেন্ট ডা. মো. তারিক বিন আব্দুর রশিদ ও এভারকেয়ার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সামির সিং। অনুষ্ঠানে এনজিওপ্লাস্টি/স্টেন্টিং (পিটিসিএ) চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং হৃদরোগের চিকিৎসায় এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের সক্ষমতা সম্পর্কে চিকিৎসকরা কথা বলেন। পরে উপস্থিত হৃদরোগীরা এভারকেয়ার হাসপাতালে তাদের চিকিৎসাসেবার অভিজ্ঞতা তুলে ধরেন ।
সূচনা বক্তব্যে এভারকেয়ারে চিফ অপারেটিং অফিসার সামির সিং বলেন, “আমরা ১১০০ জনের বেশি হৃদরোগীর এনজিওপ্লাস্টি/ স্টেন্টিং (পিটিসিএ) চিকিৎসা সফলভাবে সম্পন্ন করতে পেরে গর্বিত।’
প্রফেসর ডা. শেখ মোহাম্মদ হাছান মামুন বলেন, ‘এই অর্জন আমাদের দক্ষতা ও ডেডিকেশনের প্রমাণস্বরূপ। ১১০০ জনেরও বেশি হৃদরোগীর জীবন পরিবর্তন করতে পেরে আমরা গর্বিত।’
ডা. জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ বলেন, ‘আমাদের পেশেন্ট-ফার্স্ট কর্মপ্রক্রিয়া এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ চিকিৎসায়ও আমরা অসাধারণ সাফল্য নিশ্চিতে সক্ষম হয়েছি। এই অর্জন আমাদের প্রতি রোগীদের আস্থার প্রতিফলন বলে মনে করি।’
ডা. মো. তারিক বিন আব্দুর রশিদ বলেন, ‘এই অর্জন আমাদের সহকর্মীদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার মনোবল জোগাবে বলে আমার বিশ্বাস। আমরা আমাদের দক্ষতা আরও বাড়াতে এবং স্বাস্থ্য চাহিদা পূরণে উন্নত প্রযুক্তির ব্যবহারে কাজ করে যাচ্ছি।’
কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি সংযুক্ত আধুনিক প্রযুক্তির মেশিনের সাহায্যে ও দক্ষ মেডিকেল টিম নিয়ে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে ধারাবাহিকভাবে অগ্রগতি সাধন করছে এবং চট্টগ্রামের হৃদরোগ চিকিৎসায় নতুন মানদণ্ড স্থাপন করছে।