Cvoice24.com

রাতে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ যে দেশে

প্রকাশিত: ০৫:১৫, ৯ মে ২০১৮
রাতে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ যে দেশে

কেনিয়ার মোম্বাসার উপকূলীয় অঞ্চলে রাতে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।
বিবিসি বলছে, বিয়ের অনুষ্ঠান ও সেখানকার অতিথিরা অপরাধীদের শিকারে পরিণত হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রদেশটির কমিশনার জানিয়েছেন, অঞ্চলটিতে ছুরি ও আগ্নেয়াস্ত্রধারী চক্রের হামলা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোম্বাসায় কোনো বিয়ের আনুষ্ঠানিকতা পাঁচ দিনব্যাপী হতে পারে। অনেক পার্টি গভীর রাত পর্যন্ত হয়ে থাকে।

এই নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর হবে এবং বিয়ের অনুষ্ঠান স্থানীয় সময় রাত ১০টার মধ্যে শেষ করতে হবে বলে কমিশনার জানিয়েছেন। আর রাত ১০টার পর অনুষ্ঠান অব্যাহত রাখতে চাইলে পুলিশের অনুমোদন নিতে হবে এবং পুলিশ প্রটেকশনের জন্য ফি দিতে হবে বলে কমিশনার মালিম মোহামেদ জানিয়েছেন।
গভীর রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একদল নারী ছিনতাইয়ের শিকার হয়ে মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

সিভয়েস/এএইচ

90

সর্বশেষ

পাঠকপ্রিয়