Cvoice24.com

দুই সেকেন্ডে আল-জাজিরার কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ১৫ মে ২০২১
দুই সেকেন্ডে  আল-জাজিরার কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল

হুমকি দেওয়ার ঘণ্টা খানেকের মধ্যে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র দুই সেকেন্ডের মধ্যে ওই কার্যালয়টি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

গাজা উপত্যকার আকাশচুম্বী ওই ভবনে আল-জাজিরা ছাড়াও মার্কিন বার্তাসংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয় ছিল। আল-জাজিরার প্রতিনিধি সাফওয়াত আল-কাহলোত গাজায় গণমাধ্যমটির কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার ইসরায়েলি অভিযানের দুঃসহ স্মৃতিচারণ করেছেন।

তিনি বলেন, ‌‘আমি গত ১১ বছর ধরে এই কার্যালয়ে কর্মরত। এই ভবনটি থেকে অনেক ঘটনার সংবাদ পরিবেশন করেছি। আমরা এখন ব্যক্তিগত পেশাদারি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। মাত্র দুই সেকেন্ডের মধ্যে সবকিছু ধুলোয় মিশে গেছে।’

সাফওয়াত আল-কাহলোত বলেন, এই দুঃখজনক ঘটনা সত্ত্বেও আমার সব সহকর্মী এক সেকেন্ডের জন্য তাদের কাজ বন্ধ করেননি। সংবাদ পরিবেশনে আল-জাজিরাকে শীর্ষে রাখার জন্য তারা বিকল্প উপায় খুঁজছেন। 

গাজা শহর থেকে আল-জাজিরার হ্যারি ফাওসেত বলেন, এটি আমাদের সবার জন্য অত্যন্ত ব্যক্তিগত এক মুহূর্ত। কাজের এই জায়গাটি আর নেই; সেটি চিন্তাও করা যাচ্ছে না।

সর্বশেষ

পাঠকপ্রিয়