Cvoice24.com

সৌদিতে অনুমোদন ছাড়া হজ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪, ২৯ জুন ২০২২
সৌদিতে অনুমোদন ছাড়া হজ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

ছবি: সংগৃহীত

মহামারির দুই বছর পর, ২০২২ সালে বিদেশি হজযাত্রীদের জন্য ফের সীমান্ত খুলে দিয়েছে সৌদি সরকার। সরকারি  আদেশ অনুযায়ী চলতি বছর ১০ লাখ বিদেশি হজযাত্রীকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। আর এর বাহিরে অনুমোদন ছাড়া হজ করলে সেই অবৈধ হাজিদের গুণতে হবে ১০ হাজার রিয়াল জরিমান (২ লাখ ৪৮ হাজার ৯১১ টাকা)।

সৌদি সরকারের জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সামি আল শুয়াইরেখ সাংবাদিকদের জানান, ইতোমধ্যে অবৈধ হাজিদের আটক করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মক্কায় হাজিদের আবাস ও বিভিন্ন সড়কে টহল ও তল্লাশি শুরু করেছেন।

এছাড়া অর্থের বিনিময়ে হজ বিষয়ক বিভিন্ন পরিষেবা প্রদানের প্রতারণামূলক বিজ্ঞাপন দেওয়ায় বুধবার ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেছেন শুয়াইরেখ।

‘সামাজিক যোগাযোগমাধ্যমে কোরবানিসহ হজ সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে হাজিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াই এই গ্রেপ্তারকৃতদের উদ্দেশ্য ছিল,’ বলেন শুয়াইরেখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়