Cvoice24.com

আফগানিস্তানে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২২
আফগানিস্তানে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯

ছবি-সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে জাতিগত শিয়া সংখ্যালঘু হাজরা গোষ্ঠী অধ্যুষিত কাবুলের পশ্চিমাঞ্চলে ওই  শিক্ষা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। 

তবে এখনো পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আলজাজিরা

হামলার নিন্দা জানিয়ে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্য পৌঁছেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে তারা। হামলায় জড়িত সন্দেহ এখন পর্যন্ত কেউকে আটক করা যায়নি।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানায়, সরকারি তথ্য অনুযায়ী হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

তিনি বলেন, আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে। তবে প্রবেশিকা পরীক্ষা চলার সময় একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। 

এদিকে হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হামলায় ২৩ জন নিহত হয়েছেন।

অন্যদিকে ক্ষমতাসীন তালেবানের একটি সূত্র জানিয়েছে, হামলায় ৩৩ জন নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে ছাত্রীরাও রয়েছে।

২০২১ সালের আগস্টে আশরাফ গণির সরকারকে হটিয়ে  আফগানিস্তানের দখল নেয় তালেবান। এরপর থেকে সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছিল যে তারা কয়েক দশকের যুদ্ধের পরে দেশকে সুরক্ষিত করছে। কিন্তু বেশ কয়েক মাস ধরে দেশটির বহু মসজিদ এবং বেসামরিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়