Cvoice24.com

ইন্দোনেশিয়ায় ঝড়-ভূমিধসে অর্ধশত নিহত, ডুবেছে প্রেসিডেন্টের বাড়ি

সিভয়েস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ৫ এপ্রিল ২০২১
ইন্দোনেশিয়ায় ঝড়-ভূমিধসে অর্ধশত নিহত, ডুবেছে প্রেসিডেন্টের বাড়ি

ইন্দোমেশিয়ায় ভয়াবহ ভূমিধস

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে দেশটির প্রেসিডেন্টের বাসভবনও।

রোববার (৪ এপ্রিল) সকাল থেকে সৃষ্ট ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ার চারটি জেলার বাঁধ উপচে বন্যার পানি প্রবাহিত হয়।

এতে দেশটির পূর্বাঞ্চলে কয়েক ঘণ্টার মধ্যেই ১০ হাজারের বেশি বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়। গৃহহীন হয়ে পড়ে কয়েক লাখ লোক।

বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে প্রায় অর্ধশত প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারের চলছে তৎপরতা।

আগামী এক সপ্তাহ এমন বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইন্দোনেশিয়ার আবহওয়া বিভাগ। 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়