Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

বাইডেনকে এরদোগানের দাওয়াত

সিভেয়স ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১৫ জুন ২০২১
বাইডেনকে এরদোগানের দাওয়াত

বাইডেনকে এরদোগানের দাওয়াত

যুক্তরাষ্ট্র-তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে সম্পর্কের টানাপোড়েন। আর তা দূর করতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ প্রক্রিয়ারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমবার বৈঠকে মিলিত হয়ে তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তুর্কি প্রেসিডেন্ট।

সোমবার ব্রাসেলসে এক প্রেস ব্রিফিংয়ে এরদোগান এ তথ্য জানান। খবর আনাদোলুর।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠকে মিলিত হন রিসেপ তাইয়েপ এরদোগান ও প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ প্রকল্প, সন্ত্রাসবাদের পাশাপাশি বন্ধুত্ব, সহযোগিতা এবং দুই দেশের সম্ভাবনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

আলোচনা হয়েছে মানেই সব সমস্যার সমাধান হয়ে গেছে তা মনে করেন না এরদোগান। তিনি বলেন, আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে সব কাজ এদিন শেষ হয়ে যায়নি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে তার সমকক্ষ পদের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

এ বৈঠক সম্পর্কের জন্য ইতিবাচক হিসেবে উল্লেখ করে এরদোগান বলেন, বাইডেনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি খুব সম্ভবত দ্রুতই তুরস্ক সফর করবেন।
এদিকে বাইডেন আলাদা এক প্রেস কনফারেন্সে বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে খুবই ভালো বৈঠক হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়