Cvoice24.com

কাবুলের রাস্তায় নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ৩ সেপ্টেম্বর ২০২১
কাবুলের রাস্তায় নারীদের বিক্ষোভ

তালেবান আফগানিস্তানে সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত করেছে। গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাদিহ জানিয়েছেন শনিবার সরকার ঘোষণা করা হবে। এরই মধ্যে শুক্রবার কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদের সামনে নারী অধিকার এবং সামাজিক আন্দোলনের কর্মীদের বিক্ষোভের ছবি সামনে এসেছে। নিজেদের অধিকারের বিষয়টি নিয়ে বিক্ষোভ করেছেন তালেবান নারীরা।
 
বিবিসি বলছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরই নারীদের অধিকারের বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে। তালেবানের কড়া শরিয়তের বিধিনিষেধের কারণে নারীরা তাদের অধিকার হারাতে পারেন। 

জাতিসংঘের প্রতিবেদনের বলা হয়েছে, তালেবানের কঠোর বিধিনিষেধর কারণে নারীরা তাদের হাতে অপব্যবহার হতে পারেন। 

সর্বশেষ তালেবান ক্ষমতায় থাকা অবস্থায় নারীরা সব শরীর ঢেকে বোরকা পরে বের হতে পারতেন। এ ছাড়া ১০ বছরের ওপরে মেয়েদের স্কুলে যাওয়া নিষেধ ছিল। 

তালেবান বলেছে, এটিই নারীদের শরিয়াহ বা ইসলামিক আইন। তবে এবার নারীদের ওপর কেমন আইন প্রয়োগ করা হয়ে, সে বিষয়ে ব্যাখ্যা দেয়নি তালেবান।  

এর আগে গত মাসে নারীদের ঘর থেকে না বেরোতে তালেবানের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়। এর কারণ হিসেবে তারা বলে, সবা তালেবান যোদ্ধারা এখনো প্রশিক্ষণ প্রাপ্ত হয়নি, কিভাবে নারীদের সঙ্গে ব্যবহার করতে হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়