Cvoice24.com

পেরুতে ৮০০ বছরের পুরনো মমির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ২৮ নভেম্বর ২০২১
পেরুতে ৮০০ বছরের পুরনো মমির সন্ধান

মন্দিরের ভূগর্ভস্থ সমাধিস্থলে সন্ধান মিলেছে মমিটির

৮০০ বছরের পুরনো এক মমির সন্ধান পাওয়া গেছে দক্ষিন আমেরিকার দেশ পেরুতে।

রয়টার্সের খবরে জানা গেছে, পেরুর রাজধানী লিমার কাছে একটি উপকূলবর্তী প্রাচীন সমাধিস্থল খুঁড়ে এই মমি পেয়েছে একদল প্রত্নতাত্ত্বিক।

লিমার এক প্রান্তে একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত ও পরিত্যক্ত মন্দিরের ভূগর্ভস্থ সমাধিস্থলে সন্ধান মিলেছে মমিটির। তবে মমিটি পুরুষের নাকি নারীর তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

প্রত্নতাত্ত্বিক দলের মুখপাত্র পিটার ভ্যান ডালেন লুনা রয়টার্সকে বলেন, ‘আমরা যখন প্রথম মমিটি আবিষ্কার করি, তখন দেখতে পাই সেটির হাত-পা ছিল গোটানো, পুরো শরীর দড়ি দিয়ে বাঁধা ও হাতের তালু দিয়ে মুখঢাকা। মমিটি যেভাবে যে অবস্থায় আমরা আবিষ্কার করেছি তাতে মনে হচ্ছে ওই সময় এই এলাকায় এভাবেই মৃতদেহের সৎকার করা হতো।

মমিটি যে ব্যক্তির, তিনি সম্ভবত আন্দিজ পার্বত্য অঞ্চলের অধিবাসী ছিলেন উল্লেখ করে পিটার বলেন, ‘আমরা এখনও এটির রেডিওকার্বন ডেটিং পরীক্ষা করিনি। এই পরীক্ষা করা হলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়