Cvoice24.com

বিধ্বস্ত টোঙ্গার পথে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সাহায্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ২০ জানুয়ারি ২০২২
বিধ্বস্ত টোঙ্গার পথে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সাহায্য

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বিধ্বস্ত টোঙ্গা

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বিধ্বস্ত টোঙ্গার পাশে দাঁড়াতে হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরই মধ্যে প্রয়োজনীয় সাহায্য নিয়ে টোঙ্গার উদ্দেশ্য রওয়ানা দিয়েছে দেশ দুইটির প্লেন। 

নিউজিল্যান্ড জানায়, বিধ্বস্ত টোঙ্গার জন্য সাহায্যবাহী প্রথম প্নেন ও জাহাজ বৃহস্পতিবার সেখানে পৌঁছাবে। অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী জানায়, পানি, খাদ্য ও যোগাযোগ সরঞ্জাম নিয়ে তাদের সাহায্যকারী প্লেনগুলো বৃহস্পতিবার টোঙ্গায় নামবে।

তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত ও তা থেকে সৃষ্ট সুনামিতে লণ্ডভণ্ড হয়ে গেছে টোঙ্গার কিছু দ্বীপ। একটি দ্বীপের সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ও আরেকটি দ্বীপের মাত্র দুটি অবশিষ্ট রয়েছে। এক বিবৃতিতে অগ্ন্যুৎপাত-সুনামিতে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে টোঙ্গা সরকার। এদের মধ্যে দুজন স্থানীয় ও একজন ব্রিটিশ নাগরিক।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়