Cvoice24.com

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু দেড় হাজারের বেশি, শনাক্ত সাড়ে সাত লক্ষাধিক 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৪, ১৯ মে ২০২২
বিশ্বে করোনায় একদিনে মৃত্যু দেড় হাজারের বেশি, শনাক্ত সাড়ে সাত লক্ষাধিক 

ছবি-সংগৃহিত

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৬১ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬২ হাজার ২৯১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৯৪ হাজার ৪৯০ এবং আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৭৭৫ জনে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে এসব জানা যায়। 

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ৬ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্টে একই সময়ে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ২৯ জন এবং মারা গেছেন ২৬১ জন। 

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ১৬৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯৯৫ জন এবং মারা গেছেন ৮০ জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ৫৫ জন। রাশিয়ায় মারা গেছেন ১০৬ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭৩২ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় ৩১ জন, হাঙ্গেরিতে ১০৩ জন, ইতালিতে ১৩৬ জন, জাপানে ৩৩ জন, ব্রাজিলে ৯৯ জন, অস্ট্রেলিয়ায় ৫৩ জন, কানাডায় ৯১ জন, গ্রিসে ২০ জন মারা গেছেন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়