Cvoice24.com

আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে নিহত হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ২২ জুন ২০২২
আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে নিহত হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১৫০০ জনের বেশি। 

বুধবার (২২ জুন) দিনগত রাত দুইটার দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসির।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে পাকতিকা প্রদেশে আহত ব্যক্তিদের পাশাপাশি বিধ্বস্ত বাড়িঘর দেখা গেছে। এরই মধ্যে সেখানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

পাকতিকা প্রদেশের তথ্য প্রধান, মোহাম্মদ আমিন হাজিফি, বলেছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ১০০০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৫ শতাধিক মানুষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিলো ছয় দশমিক এক। মাটির ৫২ কিলোমিটার গভীরে ছিলো এর উৎপত্তি স্থল। সেখান থেকে প্রায় পাঁচশ’ কিলোমিটার দূরে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির প্রভাব আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছে।

তালেবান প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, অনুসন্ধান শেষে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদ, মুলতান, ভাক্কর, ফলিয়ে, পেশোয়ার, মালাকান্দ, সোয়াট, মিয়ানওয়ালি, পাকপত্তন, বুনেরসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার ভূমিকম্প আঘাত হানলো পাকিস্তানে। গত শুক্রবার দেশটির রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে দুবার ভূমিকম্প আঘাত হানে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়