Cvoice24.com

বিশ্বজুড়ে করোনা/
দৈনিক মৃত্যু ১৪শ’র কাছাকাছি, শনাক্ত ৭ লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ২৫ জুন ২০২২
দৈনিক মৃত্যু ১৪শ’র কাছাকাছি, শনাক্ত ৭ লক্ষাধিক

ছবি-সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ঝরে গেছে আরও ১ হাজার ৩৯১টি প্রাণ। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৫ হাজার ১৭৪ জন। এতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৬৩ লাখ ৪৯ হাজার ২৫২ জন এবং সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন মোট ৫৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ২৮৫ জন। 

শনিবার ( ২৫ জুন) করোনা রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে এসব তথ্য জানা গেছে ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে সর্বোচ্চ ৩২৪ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন। একই সময়ে দৈনিক সংক্রমণে সর্বোচ্চ ১ লাখ ৮ হাজার ১৯০ জন শনাক্ত হয়েছে জার্মানিতে। এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন।

এছাড়া গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ১১৬ জন, মারা গেছেন ২৩৭ জন, ফ্রান্সে নতুন আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ২৬২ জন, মারা গেছেন ৪৯ জন, ইতালিতে নতুন শনাক্ত হয়েছেন ৫৫ হাজার ৮২৯ জন, মারা গেছেন ৫১ জন, অস্ট্রেলিয়ায় নতুন আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৬৭, মারা গেছেন ৪২ জন, যুক্তরাজ্যে মারা গেছেন ৬৮ জন, নতুন আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭৩ জন, স্পেনে মারা গেছেন ৬৫ জন, নতুন আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭২৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। একই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে সংস্থাটি। 

সর্বশেষ

পাঠকপ্রিয়