Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ভারতের মণিপুরে ভূমিধস: ৮ মৃতদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ৩০ জুন ২০২২
ভারতের মণিপুরে ভূমিধস: ৮ মৃতদেহ উদ্ধার, নিখোঁজ অন্তত ৫৫

ভারতের পশ্চিম মণিপুরের নোনি জেলার একটি শহরে প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরও অনেকেই ধ্বংসস্তুপে চাপা পড়েছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৩০ জুন) স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘটে এই দুর্যোগ।

রয়টার্সকে ননি জেলার ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতে জানিয়েছেন, যে এলাকায় ভূমিধস হয়েছে সেটি প্রত্যন্ত পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা এবং সেখানে রেলপথ নির্মাণ কাজ চলছিল। 

ভূমিধসের পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হলেও প্রবল বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছু বিলম্ব হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে ১৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন বলে নিশ্চিত করেছেন ম্যাজিস্ট্রেট।

রয়টার্সকে তিনি বলেন, ‘যখন ভূমিধস ঘটে, সেসময় সেখানে ৮১ জন ছিল। এখন পর্যন্ত ১৯ জনকে জীবিত ও ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি যে ৫৫ জন রয়েছে, তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।’

চলতি মাসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭ প্রদেশ (সেভেন সিস্টার্স) ও বাংলাদেশে অস্বাভাবিক পর্যায়ের বর্ষণ হয়েছে। 

আবহাওয়াবিদদের মতে, ২০২২ সালের জুন মাসে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বিগত কোনো বছরে এই মাসে এত বৃষ্টিপাত দেখা যায়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়