Cvoice24.com

শপথ নিলেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ৩০ জুন ২০২২
শপথ নিলেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র (বংবং)। বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানী ম্যানিলার ন্যাশনাল মিউজিয়ামে বর্ণিল অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ নেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঠিক ৩৬ বছর আগে তার পিতা, দেশটির সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, এশিয়ার  সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবারগুলোর মধ্যে অন্যতম এ পরিবারের ক্ষমতায় ফিরে আসা একটি চমকপ্রদ ঘটনা।

শপথ অনুষ্ঠানে তাকে ভোট দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে মার্কোস জুনিয়র বলেন, এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে দেশের সব নাগরিক লাভবান হয়। 

ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সোমবার (৯ মে)। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এর আগে লাখ লাখ মানুষ কেন্দ্রে হাজির হন তাদের পছন্দের নেতাকে বেছে নিতে। এবার রেকর্ড পরিমাণে ৬ কোটি ৭০ লাখ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়