Cvoice24.com

অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা, ৩০০ জনকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১, ৫ জুলাই ২০২২
অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা, ৩০০ জনকে গ্রেপ্তার

অনুমোদন না নিয়ে পবিত্র হজ পালনের চেষ্টায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার ও জরিমানা করেছে সৌদি সরকার। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মহামারির দুই বছর পর, ২০২২ সালে বিদেশি হজযাত্রীদের জন্য ফের সীমান্ত খুলে দিয়েছে সৌদি সরকার। সরকারি  আদেশ অনুযায়ী চলতি বছর দেশি-বিদেশি ১০ লাখ হজযাত্রীকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৫ জুলাই) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হজ নিরাপত্তার প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি বলেন, ২৮৮ জন নাগরিক ও বাসিন্দাকে হজের নিয়ম লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার রিয়াল জরিমানাও করা হয়।

বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা যেতে শুরু করেছে মক্কায়। কিন্তু অনুমোদন ছাড়া হজ করলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে আগেই জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জুন) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা যথাযথভাবে সরকারের অনুমোদন না নিয়ে হজ পালন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়