Cvoice24.com

নূপুর শর্মার মাথা কাটার ঘোষণা দিয়ে দরগাহ শরিফের খাদেম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ৬ জুলাই ২০২২
নূপুর শর্মার মাথা কাটার ঘোষণা দিয়ে দরগাহ শরিফের খাদেম গ্রেপ্তার

সালমান চিশতি ও নূপুর শর্মা

মহানবী (সা.)–কে অবমাননাকারী ভারতে বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার মাথার দাম ঘোষণায় রাজস্থানের আজমির দরগাহ শরিফের এক খাদেমকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম সালমান চিশতি।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে উস্কানিমূলক মন্তব্যের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভির।

সালমান চিশতি নামের ওই খাদেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ভিডিওতে বলেছেন, যে ব্যক্তি নূপুর শর্মার শিরশ্ছেদ করতে পারবেন, তাকে নিজের বাড়ি উপহার দেবেন তিনি। নূপুর শর্মাকে পেলে গুলি করে হত্যা করবেন বলেও হুমকি দেন সালমান।

সালমান চিশতির বিরুদ্ধে গত সোমবার রাতেই এফআইআর দায়ের হয়েছিল। তখন থেকেই তাঁকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি তারা। তবে ভিডিওতে নূপুর শর্মার উদ্দেশে দরগাহর ওই খাদেমকে বলতে শোনা যায়, ‘সব মুসলিম দেশের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমি রাজস্থানের আজমির শরিফ থেকে বলছি। হুজুর খাজা বাবার দরবার থেকে এ বার্তা দেওয়া হচ্ছে।’।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়