Cvoice24.com

বিশ্বজুড়ে করোনা/ মৃত্যু প্রায় ১৩০০, শনাক্ত সোয়া ছয় লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫২, ৭ আগস্ট ২০২২
মৃত্যু প্রায় ১৩০০, শনাক্ত সোয়া ছয় লক্ষাধিক

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ হাজার ২৭৩ জন এবং একই সময়ে নতুন সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ৬১২ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৩৫ হাজার ৫১৬ জনে এবং ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৪৩১ জনে।

রোববার (৭ আগস্ট) সকালে করোনাভাইরাসের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে এসব জানা গেছে।  

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ২ লাখ ৩৬ হাজার ৮০৯ জন সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। একই সময়ে দেশটিতে মারা গেছেন ১৮৯ জন। অন্যদিকে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ২১০ জনের যা একক দেশ হিসেবে বিশ্বে সর্বোচ্চ। এসময় নতুন সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৭০৩ জন। 

এছাড়া গত একদিনে যুক্তরাষ্ট্রে ৩৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৪৫ জন, ইতালিতে ১৫৮, মেক্সিকোতে ৯৩, তাইওয়ানে ৫১, ইরানে ৬১, রাশিয়ায় ৪৬, নিউজিল্যান্ডে ২৪, অস্ট্রেলিয়ায়, থাইল্যান্ডে ৩৫ এবং চিলিতে ৩২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

-সিভয়েস/পিবি

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়