Cvoice24.com

পুলিশি হেফাজতে নারীর মৃত্যু/
ইরানে ৭০০ বিক্ষোভকারী গ্রেপ্তার

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২২
ইরানে ৭০০ বিক্ষোভকারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত।

ইরানে পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুর ঘটনায় এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভকালে দেশটিতে ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া দেশটির  একটি প্রদেশ থেকে নারীসহ ৭০০ জনের বেশি গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুর পর ইরানজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে তা চূড়ান্তভাবে মোকাবিলা করতে হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, সপ্তাহব্যাপী চলমান এ বিক্ষোভের কারণে ৩৫ জন নিহত হয়েছে। মূলত দেশটির ৩১টি প্রদেশেই বিক্ষোভ ছড়িয়েছে।

জানা গেছে, হিজাব সম্পর্কিত নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে পুলিশ হেফাজতে মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশজুড়ে গড়ে ওঠা এই বিক্ষোভ প্রতিবাদ দেশটিকে বহু বছরের মধ্যে এবার মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়