Cvoice24.com

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ২ মেজরসহ ৬ সেনা নিহত

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২২
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ২ মেজরসহ ৬ সেনা নিহত

পাকিস্তানের হারনাই জেলার খোস্ত শহরের কাছে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬ সেনা সদস্য।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ২ মেজরসহ ৬ সেনা সদস্য নিহত হয়েছেন। 

রবিবার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে একটি ফ্লাইং মিশনের সময় এই ঘটনা ঘটেছে। এতে নিহত ৬ জনের মধ্যে দুজন পাইলটও ছিলেন। সোমবার সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের হারনাইয়ের কাছে ‘ফ্লাইং মিশন’ চলাকালীন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি বিধ্বস্তের কোনো কারণ জানানো হয়নি।

এর আগে গত ২ আগস্ট বেলুচিস্তানে নিখোঁজ হওয়া একটি সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সে সময় ওই হেলিকপ্টারে থাকা ছয় সেনা সদস্যই প্রাণ হারান। বন্যাকবলিত এলাকায় ত্রাণ অভিযান পরিচালনার সময় দেশটির দক্ষিণাঞ্চলে নিখোঁজ হওয়ার পর জানা যায় যে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় সামরিক বাহিনীর শীর্ষ এক কমান্ডার নিহত হন।

চলতি বছর মৌসুমি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা করছে পাকিস্তান। বিশেষ করে সিন্ধু এবং বেলুচিস্তান প্রদেশ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৩২৩ জনই বেলুচিস্তানের।

সর্বশেষ

পাঠকপ্রিয়