Cvoice24.com

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ২৪ নভেম্বর ২০২২
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি সংগৃহীত

অনেক জল্পনা শেষে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে আনোয়ার ইব্রাহিমকে। নির্বাচন-পরবর্তী অচলাবস্থার পর দেশটির প্রধান রাজা ও পেনাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তাফা প্রবীণ এই বিরোধী নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ তথ্য জানিয়েছে।

রাজপ্রাসাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিম আজ স্থানীয় সময় বিকেল ৫টায় শপথ নেবেন।

এর আগে গত ১৯ নভেম্বর মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট ২২২ আসনের পার্লামেন্টে সবচেয়ে বেশি ৮২ আসন পেয়েছে।

নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) জোট পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ আসন ও ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনালের (বিএন) পেয়েছে ৩০ আসন। 

কিন্তু সরকার গঠনে যেকোনো দল বা জোটের প্রয়োজন ১১২ আসন।

প্রতিবেদন আরও বলা হয়েছে, নির্বাচনে কোনো দল বা জোট ১১২ আসন না পাওয়ায় এবং জোটগুলোর মধ্যে সরকার গঠনে ঐক্যমত না হওয়ায় মালয়েশিয়ায় গত ৫ দিন ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছিল।

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আজ সকালে দেশটির আঞ্চলিক রাজাদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধান রাজা ও পেনাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মোস্তাফা।

এরপরেই আনোয়ার ইব্রাহিমের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা দেন রাজা।

সর্বশেষ

পাঠকপ্রিয়