Cvoice24.com

জাপানে জাহাজ ডুবে নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ২৫ জানুয়ারি ২০২৩
জাপানে জাহাজ ডুবে নিখোঁজ ১৮

জাপান-দক্ষিণ কোরিয়ার মধ্যে কাঠ বহনকারী একটি পণ্যবাহী জাহাজ ডুবে ১৮ সদস্য নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উভয় দেশের কোস্টগার্ড। 

বুধবার (২৫ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরা।

জাপানি কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, বুধবার নাগাসাকি উপকূলে ৬ হাজার ৫৫১ টন ওজনের ‘জিনটিয়ান’ ডুবে যাওয়ার পরে চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সবাই চীনের নাগরিক।

ইয়ানহাপ বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছালে জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। ক্রুরা তিনটি লাইফ র‍্যাফট এবং দুটি লাইফবোটে কাউকে খুঁজে পায়নি। কাঠ বহনকারী জাহাজটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে তুষারপাতের পর তাপমাত্রার কিছুটা বৃদ্ধি পেলে ঘটনাটি ঘটে।

জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, হংকংয়ের নিবন্ধিত জাহাজটিতে ১৪ জন ক্রু সদস্য চীনা এবং আটজন মিয়ানমারের।


 

সর্বশেষ

পাঠকপ্রিয়