Cvoice24.com

চট্টগ্রাম, সোমবার ২৭ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

পেরুতে বাস খাদে, ২৫ যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ২৯ জানুয়ারি ২০২৩
পেরুতে বাস খাদে, ২৫ যাত্রীর মৃত্যু

পেরুতে দুর্ঘটনাকবলিত বাস

লাতিন আমেরিকার দেশ পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাস পাহাড়ের খাদে পড়ে গিয়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 

স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা।

সুত্রান জানায়, পেরুর উত্তরে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা নামে কোম্পানির একটি বাস রাজধানী লিমা থেকে ইকুয়েডরের সীমান্ত তুম্বেসে যাচ্ছিল। এ সময় অর্গানোস শহরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। 

সংস্থাটি আরও জানায়, বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে যায় এবং বাকিরা ভেতরে আটকা পড়ে।  আহতদের রাজধানী লিমা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্টো এবং মানকোরা এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বাসটিতে হাইতির কিছু নাগরিকও আছেন।

সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, পেরুর সড়কপথে এরকম দুর্ঘটনা সাধারণ ঘটনা। এর আগে ২০১৬ সালে এক দুর্ঘটনায় ২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ মারা যায়। 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়