Cvoice24.com

অস্ট্রেলিয়ার নদীতে লাখ লাখ মাছের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ১৮ মার্চ ২০২৩
অস্ট্রেলিয়ার নদীতে লাখ লাখ মাছের মৃত্যু 

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরে ডার্লিং-বাকা নদীতে হঠাৎ লাখ লাখ মাছ মারা গেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে মরা মাছগুলো নদীতে ভেসে উঠতে শুরু করে। নদী কর্তৃপক্ষ বলেছে, তীব্র তাপদাহে পানি কমে মাছগুলোর মৃত্যু হয়েছে। খবর: বিবিসি’র।

স্থানীয়রা বলছেন, মেনিন্ডি শহরটিতে ৫০০ জনের মতো মানুষ থাকেন। শুক্রবার সকালে উঠে সেখানকার লোকজন বিপুল সংখ্যক এই মরা মাছ দেখতে পায়। এই শহরে একবারে এত মাছের মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। তবে তিন বছর আগেও একবার এই শহরে প্রচুর মাছের মৃত্যু হয়।  

জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও ঘন ঘন, আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়েছে। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবী ইতোমধ্যেই প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে সরকারগুলো কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।  

আজ শনিবার মেনিন্ডির তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।


 

সর্বশেষ

পাঠকপ্রিয়