Cvoice24.com

‘থ্যাংক ইউ চট্টগ্রাম’ লিখেছেন শাহরুখ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩
‘থ্যাংক ইউ চট্টগ্রাম’ লিখেছেন শাহরুখ

সদ্য মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র 'জওয়ান'। ছবিটি নিয়ে চট্টগ্রামের শাহরুখ-ভক্তদের উন্মাদনা দেখে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এই তারকা। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ (প্রাক্তন টুইটার) একটি পোস্ট রিটুইট করে তাদেরকে ধন্যবাদ জানান শাহরুখ। এক্স-এ এসআরকে ইউনিভার্স ফ্যান ক্লাব-এর পক্ষ থেকে কিছু ছবিসহ পোস্ট করে জানানো হয় যে, চট্টগ্রামে শাহরুখের ভক্তরা 'জওয়ান'-এর সম্পূর্ণ একটি শো বুক করেছেন।

এটি রিটুইট করে ধন্যবাদ জানিয়ে শাহরুখ ইংরেজিতে লেখেন, 'থ্যাংক ইউ, চট্টগ্রাম!!!' চলতি বছরে দ্বিতীয়বারের মতো বড় চমক নিয়ে এসেছেন শাহরুখ খান। বছরের শুরুতে 'পাঠান' এর ব্যাপক সাফল্যের পর এবার 'জওয়ান'ও বক্স অফিসে দারুণ হিট হবে বলে প্রত্যাশা সকলের।

তবে এবার বাংলাদেশি ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর ছিল- গত ৭ সেপ্টেম্বর সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে 'জওয়ান'। ইতোমধ্যেই ছবিটি দেখতে দলে দলে সিনেমা হলগুলোতে ভিড় করেছেন 'কিং খান' এর ভক্তরা।

বাংলাদেশে ৪৮টি সিনেমা হলে ২৩৭টি প্রদর্শনী চলছে 'জওয়ান' এর। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি এবং এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপাঠি, সানিয়া মালহোত্রা, সঞ্জিতা ভট্টাচার্য, রিধি ডোগরা, সুনীল গ্রোভার প্রমুখ। এছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়