লিবিয়ায় প্রবাসী বাংলাদেশীকে আউটপাস দিচ্ছে দূতাবাস
লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশ ফিরতে আগ্রহী তাদের আইওএম’র সঙ্গে যোগাযোগ করে দ্রুত রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস থেকে পাসপোর্ট হারিয়ে বা নষ্ট হয়ে যাওয়া প্রবাসীদের অনুকূলে ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করা হচ্ছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দূতাবাস থেকে ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে মারাত্মকভাবে বিধ্বস্ত দারনা শহরে আটকে পড়া প্রবাসীদের তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। একইসঙ্গে দূতাবাসের পক্ষ থেকে তাদের উদ্ধারকারী বিভিন্ন সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় পার্শ্ববর্তী নিরাপদ শহরে স্থানান্তরের প্রচেষ্টা চালানো হচ্ছে।
এ পরিপ্রেক্ষিতে এখনো দারনা শহরে বিপদগ্রস্ত অবস্থায় আটকে পড়া প্রবাসীদের তথ্য দ্রুত সময়ের মধ্যে দূতাবাসকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। এ বিষয়ে যেকোনো তথ্য জানানোর জন্য দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার (মোবাইল নম্বর : +২১৮৯১৮৫৮০৮৯৮) সঙ্গে যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুর্যোগ কবলিত দারনা শহর থেকে কিছু সংখ্যক প্রবাসীকে প্রাথমিকভাবে নিকটস্থ আল-বাইদা শহরে ইতোমধ্যে স্থানান্তর করা সম্ভব হয়েছে এবং দূতাবাস থেকে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় সহযোগিতার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।