Cvoice24.com

এসি বিস্ফোরণে ঘুমের মধ্যেই মা-মেয়ের মৃত্যু

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ২ অক্টোবর ২০২৩
এসি বিস্ফোরণে ঘুমের মধ্যেই মা-মেয়ের মৃত্যু

রাতে এসি ছেড়ে ঘুমাতে গিয়েছিলেন মা মেয়ে। সেই এসিই প্রাণ নিল তাদের।  এয়ার কন্ডিশনার বিস্ফোরণ হওয়ায় হাসিনা বেগম (৫০) ও নাসরিয়া (১৬) নামক দুইজনের মৃত্যু হয়। সম্পর্কে তারা মা-মেয়ে। চেন্নাইয়ের আম্বাত্তুরের ইন্দিরা নগরে বাসিন্দা হাসিনা বেগম ও তার মেয়ে শনিবার রাতে এসি চালিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ মধ্যরাতে এসিতে বিস্ফোরণ হয়। এসি থেকে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। চেষ্টা করলেও তারা ঘর থেকে বের হতে পারেননি। ওই ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মা মেয়ের মৃত্যু হয়।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ে। শনিবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে হঠাৎ এসি বিস্ফোরণ হয়। আগুনের গ্রাসে চলে যায় গোটা ঘরটি। ঘরের ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এসিতে আগুন লেগে যায়। পর্দা বা অন্য কোনও দাহ্য বস্তুর ওপরে আগুনের ফুলকি পড়তেই গোটা ঘরে আগুন ছড়িয়ে যায়। আগুন লাগার বেশ কিছুক্ষণ পর প্রতিবেশীরা খেয়াল করেন ঘর থেকে গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা দমকল ও পুলিশে খবর দেন।

খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। দরজা ভেঙে বাড়িতে ঢোকা হয়। যতক্ষণে ওই ঘরে পৌঁছান দমকলকর্মীরা, ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর জানা গিয়েছে, ধোঁয়ায় দমবন্ধ হয়েই ওই মহিলা ও কিশোরীর মৃত্যু হয়েছে।

নিহত হাসিনা স্থানীয় একটি বেসরকারি স্কুলে কাজ করতেন এবং তার মেয়ে অন্য একটি স্কুলে একাদশ শ্রেণির ছাত্রী ছিল। হাসিনার স্বামী রহমত কয়েক বছর আগে মারা যান এবং তারপর মা-মেয়ে দু’জনে মেনাম্বেদুতে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়